ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণি পর্যন্ত, ৭০টি শিখন কেন্দ্রর পাঠ কার্যক্রমের উদ্বোধন।
রোববার বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার গোগ্রাম ইউনিয়নের মুরারীপুর শিখন কেন্দ্রের উদ্বোধন করেন, ইএসডিও এসিসটেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাসবীর আহম্মদ খান।
সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর “আউট অব স্কুল চিলড্রেন ইডুকেশন প্রোগ্রাম” এ প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোদাগাড়ী।
এসময় উপস্থিত ছিলেন, গোগ্রাম ইউনিয়ন, ২নং ওয়ার্ড সদস্য বোরহান উদ্দীন, জেলা প্রোগ্রাম ম্যানেজার মহিদুল হাসান মানিক, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার গৌতম কুমার রায়, প্রোগ্রাম সুপারভাইজারবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীসহ শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য যে, সকল বিদ্যালয়গামী শিশুর একীভূত, সমতা ভিত্তিক ও মানম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উদ্বোধনের মাধ্যমে উপজেলার ২ হাজার একশত শিক্ষার্থীর হাতে প্রথম শ্রেণীর বইসহ খাতা, পেনসিল, শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।