ধূমকেতু নিউজ ডেস্ক : শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো তাইওয়ান। সোমবার পূর্ব তাইওয়ানে ৬ দশমিক ২ মাত্রার এ ভূকম্পন আঘাত হানে, যা এর রাজধানী তাইপেই থেকেও অনুভূত হয়েছে। খবর এনডিটিভির।
তাইওয়ানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূপৃষ্ট থেকে ১৯ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের কেন্দ্র।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২ এর বেশি।
ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইওয়ানে উপকূলীয় শহর হুয়ালেইন থেকে ৫৬ কিলোমিটার পূর্বে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাইপেই থেকে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদক জানান, বিকেল ৫টা ৪৬ এর দিকে ভূকম্পন অনুভূত হয়, যা তাইপেইয়ের ভবনগুলো বেশ শক্তি নিয়ে নাড়া দিচ্ছিল।
তিনি বলেন, ‘প্রায় ২০ মিনিট ধরে ডানে-বায়ে কাঁপছিল মাটি।’
তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের মাঝ বরাবর থাকার কারণে এ ভূকম্পন বেশি হয়।