ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : গোদাগাড়ীসহ রাজশাহী জেলায় ঝরা পড়া শিক্ষার্থীদের জন্য ৪৮১টি শিখন কেন্দ্রের মাধ্যমে শিক্ষাদান কার্যক্রম শুরু হয়েছে।
নতুন বছরের ১লা জানুয়ারী থেকে একযোগে ১৩ হাজার ২৬০জন শিক্ষার্থী পড়া চালিয়ে যাচ্ছে। আর এটি বাস্তবায়ন করছে বেসরকারী উন্নযন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণি পর্যন্ত সকল বিদ্যালয়গামী শিশুর একীভূত, সমতা ভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা’র লক্ষ্যে ১ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দে কর্তৃক বাস্তবায়িত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর “আউট অব স্কুল চিলড্রেন ইডুকেশন প্রোগ্রাম” রাজশাহী জেলার ৬টি উপজেলায় ৪২০ টি কেন্দ্রের ১২৬০০ জন শিক্ষার্থী ও সিটি কর্পোরেশনে ৬১ টি কেন্দ্রের ৬৬০ জন শিক্ষার্থীর হাতে প্রথম শ্রেণীর বইসহ খাতা, পেনসিল, ইরেজার ও শার্পনার প্রদানের মাধ্যমে উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর সহকারী পরিচালক আনোয়ারুল কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইএসডিও এসিসট্যান্ট গোগ্রাম কো-অর্ডিনেটর জনাব তাসবীর আহম্মদ খান, জেলা প্রোগ্রাম ম্যানেজার মহিদুল হাসান মানিক, উপজেলা প্রোগ্রাম ম্যানেজারবৃন্দ, প্রোগ্রাম সুপারভাইজারবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীসহ শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।