ধূমকেতু নিউজ ডেস্ক : কিছুদিন আগে শাপলা মিডিয়ার অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে। এরই প্রতিবাদে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এফডিসিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এসময় প্রতিবাদে এফডিসির পরিচালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আরও ছিলেন মিশা সওদাগর, জায়েদ খান, বাপ্পী চৌধুরী, আলেকজান্ডার বো, সিমলা, অঞ্জনা প্রমুখ।
সেখানে বক্তব্য দেয়ার পর জায়েদ খান বলেন, এই হামলার বিচার চাই। যদি এর বিচার না হয় তবে আমরা এফডিসির গেটে কঠোর কর্মসূচি পালন করবো। দরকার পড়লে সংগঠন থেকে রাজপথে নামবো। শুধু আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি ভাবলে ভুল হবে।
যতদিন না তদন্ত শেষে বিচার হবে আমরা সক্রিয় থাকবো। দরকার হলে এফডিসির কার্যক্রম বন্ধ হবে। তারপরও মাস্তানি বা সন্ত্রাসীদের জায়গা এখানে হবে না। দ্রুত বিচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, র্যাব ও পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
জায়েদ খান আরও বলেন, পর্দায় যেমন ভয় দেখাই, বাস্তবেই ভয় দেখাতে জানি। সুতরাং ভয় দেখিয়ে লাভ নেই। শিল্পীরা ভয় পায় না। যতোবারই শিল্পীদের ভয়ভীতি দেখিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে ততই শিল্পীরা গর্জে উঠে প্রতিহত করেছে।