ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী নেসকো লিমিটেডে কর্মরত রাজশাহী ও রংপুর বিভাগের সকল অস্থায়ী (পিসরেট) মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীদের অধিকার আদায়ের জন্য বিকল্প শূণ্য পদে চাকুরী স্থায়ীকরণের দাবীতে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করে রাজশাহী ও রংপুর বিভাগের নেসকো লিমিটেডের পিসরেট কর্মচারী ঐক্য পরিষদ উত্তরাঞ্চলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার নগরীর হেতেম খাঁ এলাকায় বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে সকাল ১০ টা দিনব্যাপী এ অবস্থান ধর্মঘট করেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, নর্দাণ ইলেক্ট্রিসিটি কোম্পানী লিমিটেডে কর্মরত (পিচরেট) কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম খাঁন, রাজশাহী বিভাগীয় সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাছুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মাসুদ রানা, পিসিরেট কর্মচারী ঐক্য পরিষদ নেতা কবির হোসেন, আনোয়ার হোসেন, সোহেল রানা, জাইদুর রহমান জিতু, মামুন অর রশিদ, আসলাম, বাবু, আব্দুল মান্নান, রংপুর বিভাগীয় সভাপতি ফারুক হাসান ও সাধারণ সম্পাদক শ্রী কালীঙ্কর দাস প্রমুখ।