ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপে তার দেশ এই নিশ্চয়তা চাইছে যে, একবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরানের ওপর নতুন করে আর কখনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না।
সোমবার আল-জাজিরা নিউজ নেটওয়ার্ককে দেয়া একান্ত সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান একথা বলেন। এ সময় তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সংলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যায় এবং ইরানের ওপরে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। পাশাপাশি নতুন করে ইরানের বিরুদ্ধে এমন কিছু নিষেধাজ্ঞা আরোপ করে যাহা ২০১৫ সালের পরমাণু সমঝোতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমরা এই নিশ্চয়তা চাই যে, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হবে না এবং পুরনো যে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে তা কখনো ফিরিয়ে আনা হবে না।
তিনি বলেন, ভিয়েনা সংলাপে আরো যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে ইরানের তেল বিক্রির অধিকার ফিরিয়ে দেয়া এবং তেল বিক্রির অর্থ দেশে ফেরত আনার ব্যবস্থা করা।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপের অষ্টম দফা সঠিক পথেই এগিয়ে যাচ্ছে এবং পশ্চিমা পক্ষগুলো আন্তরিকতা দেখালে একটি ভালো চুক্তি করা সম্ভব।