ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবিতে আদালতে মামলা করেছেন এক প্রার্থী।
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেন্দ্রে ২ হাজার ৪৭৬ ভোটারের মধ্যে ১ হাজার ৯৪৩ জন ভোট প্রদান করেন। গণণা শেষে ফলাফল ঘোষণার আগেই বিশৃংখলা দেখা দিলে পিজাইটিং অফিসার দ্রুত সকল সরঞ্জামাদী নিয়ে দ্রুত চলে যান।
পরের দিন দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে মোরগ প্রতিক সাইফুল ইসলামকে ৯৭৩ ভোট ও ফুটবল প্রতিক মুকুল হোসেনকে ৯৬১ ভোট দেখিয়ে ১২ ভোটে মোরগ প্রতিককে বিজয়ী ঘোষণা করা হয়।
এ প্রেক্ষিতে ১১ জানুয়ারী আদালতে হাজির হয়ে ওই ইউনিয়নের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ইলিয়াস হাসান শেখ, পিজাইটিং অফিসার আব্দুর রহমান ও সহকারী পিজাইটিং অফিসারসহ ২৫ জনকে বিবাদী করে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেন ফুটবল প্রতিক প্রার্থী মুকুল হোসেন।
মুকুল হোসেন বলেন, আশা করি বিজ্ঞ আদালত মামলাটি গুরুত্বের সাথে দেখে প্রাপ্ত ভোট পুনঃগণনা করে সঠিক ফলাফল ঘোষণা দেবেন।
সিরাজগঞ্জ জজ কোটের আইনজীবী আবু বাশার মো: মাসুম রেজা বলেন, মুকুল হোসেন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং ০২/২২। আগামী ১৫ ফেব্রুয়ারি সমন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতে আমার মক্কেল সঠিক বিচার পাবেন বলে আশাবাদী।
রিটারনিং অফিসার ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা সঠিক নিয়ম মেনেই ফলাফল ঘোষণা করছি। এখন কেউ যদি মামলা করে তাহলে তো কিছু করার নেই। আদালতে যথাযথ প্রমাণ হবে।’