ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জারা জাবিন মাহবুব দেশের নামকরা সব প্রতিষ্ঠানে চাকুরি করেছেন। বাবা একজন শিল্পপতি। বাবার হাত ধরে রাজনীতিতে দীর্ঘ সময় ধরে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠা করেছেন ‘হেল্প চাঁপাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সময় চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ, খাদ্য সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩০ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদানসহ নানা সামাজিক কাজে প্রশংসা কুড়িয়েছেন সকলের। হেল্প চাঁপাই-এর এসব মানবিক কাজে জারা জাবিন মাহবুবকে সহায়তা করছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫০০ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। তবে শীতবস্ত্র বিতরণেও ভিন্নতা রেখেছে হেল্প চাঁপাই। কোন আনুষ্ঠানিকতা ছাড়াই বাড়ি বাড়ি গিয়ে খুঁজে খুঁজে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়িতে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা।
সামাজিক সংগঠন হেল্প চাঁপাই-এর সাধারণ সম্পাদক জিলহাজ বিশ্বাস বলেন, সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবিন মাহবুব আপুর নির্দেশে শনিবার খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছি। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিজেরাই তাদের ঘরে শীতবস্ত্র বিতরণ করেছি। মানবিক কাজের অংশ হিসেবেই সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে আগামীতেও শীতবস্ত্র বিতরণ করা হবে।
তিনি আরও জানান, জারা জাবিন মাহবুব আপুর উদ্যোগে হেল্প চাঁপাই-এর পক্ষ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সময়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের প্রায় ৩০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে দরিদ্র মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ এবং বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।