ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগে টাউন ক্লাব ৩-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারায়। বিজয়ী দলের পক্ষে অন্তর ২টি ও তিতাস ১টি করে গোল করেন।
এদিকে প্রিমিয়ার ডিভিশনে এ্যলাইড ক্লাব ও শিরইল কলোনী স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। এ্যালাইড ক্লাবের সাগর খেলার ৩০ মিনিটের মাথায় গোল করে দলকে জয়ের দিয়ে নিয়ে গেলেও তার ১০ মিনিট পরেই শিরোইল কলোনী স্পোর্টিং ক্লাবের কাউসার গোলটি পরিশোধ করে ফলে খেলা ড্র হয়।
আজকের খেলায় প্রিমিয়ার ডিভিশনে শেখ রাসেল ক্রীড়া চক্র, উপশহর স্পোর্টিং ক্লাব ও ১ম বিভাগে কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব ও সাবু স্মৃতি সংঘ অংশ নেবে।