ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এক অগ্নিকাণ্ডে তিনটি বস্তির ২৭টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
শনিবার সকালে স্থানীয় জসিম উদ্দিন ইকবালের বাসার ভাড়াটিয়া তুহিন মিয়ার কক্ষ থেকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, শনিবার সকালে মো. জসিম উদ্দিন ইকবালের বস্তির ভাড়াটিয়া মো. তুহিনের স্ত্রী সিলিন্ডার গ্যাসে রান্না করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ওই সিলিন্ডারটি লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আগুন নিয়ন্ত্রণহীন হয়ে মুহুর্তে পাশের সজল মিয়া ও সাইদুল ইসলামের কলোনিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় কলোনি বেশির ভাগ কক্ষ তালাবন্ধ থাকায় ভাড়াটিয়াদের ২৭টি কক্ষ ও কক্ষে থাকা টিভি, ফ্রিজ, আসবাব ও তৈজসপত্র পুড়ে গেছে।