’ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার তাণ্ডবে সারা বিশ্বে প্রাণহানী, ক্ষয়ক্ষতির কোনো শেষ নেই। এরইমধ্যে চীনের একদল বিজ্ঞানী জানালেন, নতুন ধরনের একটি করোনা ভাইরাস বহন করে বেড়াচ্ছে বাদুড়।
শুক্রবার এনডিটিভির খবরে বলা হয়, বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ভাইরাসটি বাদুড়ের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
চীনের বিজ্ঞানীরা এ ভাইরাসের নাম দিয়েছেন নিওকভ। তাদের দাবি, দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের মধ্যে করোনার এ ধরনটি বিস্তার লাভ করেছে।
এক গবেষণায় দেখা গেছে, নিওকভ ধরনটি মধ্যপ্রাচ্যের সৌদি আরবে শনাক্ত হওয়া মার্স (মিডলইস্ট রেসপাইরেটরি সিন্ড্রম) ভাইরাসের সঙ্গে ঘনিষ্টভাবে সম্পর্কযুক্ত। ২০১২ সালে এ রোগটি প্রথম সৌদি আরবে শনাক্ত হয়।
কার্যত করোনা ভাইরাসের অন্তর্গত অনেকগুলো ভাইরাস। এগুলো দেহে প্রবেশের পর ঠান্ডার সমস্যা থেকে শুরু করে শ্বাস-প্রশ্বাস গ্রহণের নানা সমস্যার জন্ম হয়ে থাকে।