IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফলবগুড়া জেলা চ্যাম্পিয়ন‘ডিসেম্বরে নির্বাচন করতে প্রস্তুত ইসি’নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রদানকার ঝুলিতে উঠছে এবারের অস্কার সেরার পুরস্কারথাইল্যান্ডে বাস উল্টে নিহত ১৮গোমস্তাপুরে মেডিকেল কলেজে চান্স পাওয়া সেই সুমাইয়ার পাশে দুটি প্রতিষ্ঠানমৌগাছিতে বিএনপির ৩১ দফা রুপরেখার লিফলেট বিতরণপবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচিসুদানে বিমান বিধ্বস্তে ৪৬ জনের প্রাণহানিআক্ষেপ প্রকাশ করে যা বললেন অভিনেতা আহমেদ শরীফনতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশবাগমারায় সাফিক্স প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনারায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুস্ঠানপ্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান অভ্যুত্থানে আহতদেরবাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাড়িভাড়া ১৭ মাসের বাকি দিতে পারেননি সোনিয়া গান্ধী

বাড়িভাড়া ১৭ মাসের বাকি দিতে পারেননি সোনিয়া গান্ধী

ধূমকেতু নিউজ ডেস্ক : মাসিক ভাড়া মাত্র ৪,৬১০ টাকা। তারপরও ২০২০ সালের অক্টোবর থেকে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বাসভবন ‘১০ জনপথ’র ভাড়া বকেয়া পড়ে আছে। সেইসঙ্গে দিল্লির আকবর রোড এবং চাণক্যপুরীতে সরকারের দেয়া কংগ্রেসের যে দুটি ভবন আছে, ২০১৩ সাল থেকে সেই দুটিরও মাসিক ভাড়া দেয়া হয়নি। সম্প্রতি ভারতের ‘তথ্য জানার অধিকার আইনে’ (আরটিআই) জবাবে এমনই তথ্য জানানো হয়েছে।

গুজরাটের মিথাপুরের সুরজিত প্যাটেলের আরটিআইয়ের জবাবে কেন্দ্রীয় আবাসন এবং নগরায়ন মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, দিল্লির ২৬ আকবর রোডস্থ সরকারি বাংলার (কংগ্রেসের সদর দফতরের একাংশ, দলের মহিলা শাখা এবং সেবাদলের অফিস আছে) মাসিক ভাড়া হল ১২ লাখ ৬৯ হাজার টাকা। ২০১৩ সালের জানুয়ারি থেকে এই ভাড়া দেয়া হয়নি। একইভাবে চাণক্যপুরীর ভবনের মাসিক ভাড়া ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে মেটানো হয়নি। যে ভবনের মাসিক ভাড়া এখন ৫ লাখ ৭ হাজার টাকায় ঠেকেছে।

নাম গোপন রাখার শর্তে ভারতের কেন্দ্র সরকারের এক কর্মকর্তা বলেন, ‘অনুমোদন ছাড়াই থাকার জন্য দুটি ভবনের মাসিক ভাড়া বেশি হয়ে গেছে। কোনও নির্দিষ্ট সময়সীমার বেশি যদি ভাড়াটে থাকেন, তাহলে মাসিক ভাড়া পৃথকভাবে হিসাব করা হয়। আরটিআইতে যে ভাড়ার উল্লেখ করা হয়েছে, তা গত মাসের (২০২২ সালের জানুয়ারি)। যে পরিমাণ ভাড়া বকেয়া আছে, তা অনেকটাই বেশি।’

তবে ঠিক কত টাকা বাকি আছে, সে বিষয়ে কিছু জানাননি ওই কর্মকর্তা। এমনিতে আকবর রোডের বাংলা হল টাইপ-৮ ধরনের। যা ১৯৯৪ সালে সর্বভারতীয় কংগ্রেস কমিটিকে বরাদ্দ করা হয়েছিল। ১৯৮৫ সালে দেয়া হয়েছিল চাণক্যপুরীর ভবন।

অন্যদিকে ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গী হিসেবে সোনিয়াকে ১০ জনপথের বাংলোটি দেয়া হয়েছিল। টাইপ-৮ ধরনের এই বাংলোর মাসিক ভাড়া হল মাত্র ৪ হাজার ৬১০ টাকা। যা ২০২০ সালের অক্টোবর থেকে মেটানো হয়নি।

উল্লেখ্য, ভারতীয় কেন্দ্র সরকারের উচ্ছেদ নোটিশের পর ২০২০ সালের জুলাইয়ে লোধি এস্টেটের বাংলো ছেড়ে দিয়েছিলেন সোনিয়ার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

এমনিতে নিয়ম অনুযায়ী, দৈনন্দিন কাজকর্মের জন্য রাজনৈতিক দলগুলোকে বাংলো দেয়া হয়। অফিস নির্মাণের জন্য যখন কোনও দলকে জমি দেয়া হয়, তখন সেই জমি হাতে আসার তিন বছরের মধ্যে ছেড়ে দিতে হয় সংশ্লিষ্ট বাংলো। সেখানে ২০১০ সালে জমি পেয়েছিল কংগ্রেস। বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে সরকারিভাবে মুখ খোলা হয়নি।

তবে নাম গোপন রাখার শর্তে কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন, ‘বাংলোগুলো ব্যবহারের মেয়াদ বাড়িয়েছিল সরকার। আমাদের নতুন ভবনের নির্মাণকাজ চলছে। করোনাভাইরাস মহামারীর জন্য কাজে বিলম্ব হয়েছে। সেই ভবন তৈরি হয়ে গেলেই আমরা বাংলো ছেড়ে দেব। নির্বাচনের জন্য সেই বিষয়টি উত্থাপন করা হয়েছে।’

যদিও কংগ্রেস নেতার এই যুক্তিকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির জাতীয় মুখপাত্র আরপি সিং বলেন, ‘পরিবারতন্ত্রের দিন শেষ হয়ে গেছে। সরকারি ভবনের জন্য কংগ্রেসকে অবশ্যই টাকা দিতে হবে। আমাদের সরকারের সময় যারা সরকারি ভবনে আছেন, তাদের অবশ্যই ভাড়া দিতে হবে এবং মেয়াদ শেষ হয়ে গেলে তা ছেড়ে দিতে হবে।’ সূত্র- হিন্দুস্তান টাইমস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news