ক্রোয়েশিয়ায় পর্যটক বাহী বাস উল্টে ১২জন নিহত
ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রোয়েশিয়ার বাস উল্টে ১২ পর্যটক নিহত ও ৩১ জন আহত হয়েছেন। শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
বাসটি বেঁচে যাওয়ার ৩১ জন আরোহীই আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাসটি ক্রোয়েশিয়া থেকে বসনিয়ার একটি তীর্থস্থানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
বিবিসি জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ আরোহী নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় হতাহতদের মধ্যে সবাই প্রাপ্তবয়স্ক ও পোল্যান্ডের তীর্থযাত্রী বলে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news