ধূমকেতু প্রতিবেদক : ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বগুড়া জেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।গতকাল বুধবার (২৬ফ্রেরুয়ারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনাল খেলায় সফররত বগুড়া জেলা ৯২ রানে সিরাজগঞ্জ জেলাকে হারায় ।
টসে হেরে বগুড়া জেলা ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ তাহম্মেদ করিম ৩১ ও সিহাব আহম্মেদ ৪৩ রান করে। বিপক্ষ দলের পক্ষে আরিফ হাসনাত ৩৬ রানে ৪টি ও জাহিদ ১৯ রানে ৩টি উইকেট নেন। জয়ের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা ব্যাট করতে নেমে ২২.৪ ওভাওে ৫২ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ আল জিয়াদি ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে সামস তৌফিক ১০ রানে ২টি ও সিহাব ১৬ রানে ৬টি উইকেট নেন। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বগুড়ার সিয়াব।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(উপ-সচিব) মোঃ জাকিউল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বলেন খেলাধুলা করলে মন ও স্বাস্থ দুটোও সুন্দর সজাগ থাকে তাই এর থেকে পিছু হটা জাবেনা। আর খেলাধুলার উন্নয়নের জন্য জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার।
এ সময় বিভাগীয় সিলেক্টর ও প্রাক্তন ক্রিকেটের শহীদ শাহ নেওয়াজ শানু, হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোঃ তৌফিকুর রহমান রতনসহ দলীয় খেলোয়াড় ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন#ছবি আছে#