ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কথিত প্রেমিক নাহিদুজ্জামান নান্নু (৩০) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে, উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় এলাকায়। নাহিদুজ্জামান নান্নু ওই এলাকার আবুবকর সিদ্দিক খোকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রী ও নান্নুর পরিবার একই এলাকায় বসবাস করেন। প্রায় দুই বছর পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে কথিত প্রেমিক নান্নু ওই কলেজ ছাত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। গত ২২ মার্চ দুপুরে কলেজছাত্রীর কথিত প্রেমিক নান্নু তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে কেউ না থাকার সুযোগে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে।
এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে মহাদেবপুর থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ মামলা দায়ের করে। রোববার (১১ এপ্রিল) ভোরে উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃত নান্নুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।