IMG-LOGO

মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে সুবিধা বঞ্ছিত শিশুদের মাঝে লফসের মেধাবৃত্তি প্রদানরাজশাহীতে ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা বাস্তবায়ন পরিষদ’-এর কমিটি গঠন‘সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য’ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭১নওগাঁয় পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১‘কেউ দল করলে আপত্তি নাই, ক্ষমতা দখল করতে চাইলে আপত্তি আছে’কুষ্টিয়ায় রেলসেতুর নিচে রক্তাক্ত লাশ উদ্ধারএকই জমিতে একাধিক ফসল চাষে আশার আলো দেখছেন রায়গঞ্জের কৃষকেরাচিত্রনায়িকা নায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্নসীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টাপুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটকপত্নীতলায় শীত বস্ত্র, প্রণোদনা ও ঋণের চেক বিতরণধামইরহাটে আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনামূলক মতবিনিময় সভারাণীনগরে আগুনে ব্যবসায়ীর প্রায় ২০লাখ টাকার মালামাল ভস্মিভূতকামারগাঁ ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা মিন্টু গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটের সাত ইউপির চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ

ধামইরহাটের সাত ইউপির চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সাধারণ ওয়ার্ডের সদস্যরা আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ গুলোকে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়। এতে উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাগণ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে ১নং ধামইরহাট ইউনিয়নে স্বতন্ত্র বিজয়ী প্রার্থী এটিএম বদিউল আলম, ২নং আগ্রাদ্বিগুনে ইসমাইল হোসেন মোস্তাক, ৩নং আলমপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান ওসমান গণি, ৪নং উমার ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ৫নং আড়ানগর ইউনিয়নে স্বতন্ত্র বিজয়ী প্রার্থী মোসাদ্দেকুর রহমান, ৬ নং জাহানপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ৭নং ইসবপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীসহ সংরক্ষিত সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্যগণ পৃথকভাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

সকালে উমার ইউনিয়নের দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়ে এবং বিকেলে ধামইরহাট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে শেষ হয়।

বিকেলে ধামইরহাট ইউনিয়ন পরিষদে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চতুর্থ দফায় গত ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ৭ ফেব্রুয়ারী চেয়ারম্যান ও ৮ ফেব্রুয়ারী তারিখে ইউপি সদস্যগণ শপথ গ্রহণ করেন। ৮নং খেলনা ইউনিয়নের চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী নৌকার প্রার্থী নাজমুল হোসেন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের গেজেট বন্ধ রয়েছেন। ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহিল মাহমুদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করে সংশ্লিষ্ট রিটার্ণিং কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news