ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে চাল, ডাল, চিনি, সরিষার তেল, সয়াবিন তেল, পেয়াজ, আদা, কাচামরিচসহ প্রভৃতি পণ্যের মূল্য।
এতে করে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কতটা দূরভোগের শিকার হচ্ছে তা কেবল তাদের চোখ-মুখের দিকেই তাকালে বোঝা যায়। আমাদের দেশের অধিকাংশ জনগণ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। গত দুই বছরে করোনার কারণে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষেরা নানা সমস্যায় জর্জরিত। তার ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে না খেয়ে মরার উপক্রম হয়েছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের অসহায় মানুষগুলোর।
এমন পরিস্থিতিতে উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রশাসনিক ভাবে নিয়মিত সুষ্ঠু ততারকি করাসহ যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছেন উপজেলার মধ্যবিত্ত ও নিম্নআয়ের অধিকাংশ মানুষগুলো।