ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৮তম অর্থ কমিটির সভা সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।
রোববার (১৩ মার্চ) সভায় সভাপতিত্বে করেন, এরিয়া কমান্ডার বগুড়া ও ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।
সভায় ১৭তম অর্থ কমিটি সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ, শিক্ষার্থীদের বৃত্তি ও ওয়েভার অনুমোদন, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহের টিউশন ফি কমানোর প্রস্তাব অনুমোদন এবং ১ জুলাই ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সালের ব্যয় অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায়ে রেখে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল, কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ও কমান্ড্যান্ট, ইসিএসএমই ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান, এনডিসি, পিএসসি, ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, বগুড়া এরিয়ার কর্ণেল এডমিন, কর্ণেল জুলফিকার আলী, বিজিবিএম, পিবিজিএমএস, ইসিই অনুষদের ডিন, প্রফেসর ড. এএফএম মির্জা রশিদুল হাসান এবং কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ তৌহিদুল হক প্রমূখ।
এরিয়া কমান্ডার বগুড়া ও ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং ল্যাবরেটরি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুূলক বক্তব্য প্রদান করেন।