ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিপিএ পোরশায় বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
সভায় উপজেলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও মমতাজ বেগম।
আরও উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ শফিউল আজমখাঁনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর পূর্বে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিপিএ একই স্থানে গণশুনানীতে অংশ গ্রহণ করেন। এছাড়াও তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস ও এলাকা পরিদর্শন করেন।
তিনি পোরশায় রাত্রিযাপন করবেন এবং নিতপুর ডা: বশিরুল হক ব্যাডমিন্টন গ্রাউন্ডে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্টরা জানান।