চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তন্ডীপুর গ্রামের গরুর হাট সংলগ্ন মৃত আমনুর খান এর পুরাতন ভাটা অফিস এর পূর্ব দিকে থেকে ২১৭৫ (দুই হাজার একশত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামের আব্দুল মান্নান ও মিনিয়ারা বেগম ছেলে রবিউল ইসলাম বাচ্চু (৩৫) এবং অপর আসামি একই এলাকার সেরাজুল ইসলাম ও আদুরী বেগমের ছেলে মিলন (২৮)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫এর একটি অপারেশন দল অদ্য ০৮ মে ২০২২ ইং তারিখে রাত ১০ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৮নং ওয়ার্ডের তন্ডীপুর গ্রামের গরুর হাট সংলগ্ন মৃত আমনুর খান এর পুরাতন ভাটা অফিস এর পূর্ব দিকে (গরুর হাটের দক্ষিণ পশ্চিম দিকে) কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্ব্বে্ব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট-২১৭৫ (দুই হাজার একশত পঁচাত্তর) পিচ, (খ) মোবাইল ফোন- ২ (দুই) টি এবং (গ) সীমকার্ড-০৪(চার)টি সহ আসামী ১। রবিউল ইসলাম বাচ্চু (৩৫), পিতা-আব্দুল মান্নান, মাতা, মিনিয়ারা বেগম, সাং-বাবলাবোনা, ইউপি-উজিরপুর ৮নং ওয়ার্ড এবং ২। মিলন (২৮), পিতা-মোঃ সেরাজুল ইসলাম, মাতা-আদুরী বেগম, সাং-বাবলাবোনা, ইউপি-উজিরপুর ৯নং ওয়ার্ড, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।