ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের অনুর্ধ্ব-১৭ বালক প্রতিযোগিতা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবলের অনুর্ধ্ব-১৭ বালিকা প্রতিযোগিতা শনিবার (২৮ মে) থেকে নাটোরে শুরু হয়েছে।
সকাল দশটায় স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম জানান, প্রতিযোগিতায় নাটোর পৌরসভা এবং সাতটি উপজেলাসহ বালক ও বালিকাদের মোট আটটি বিজয়ী দলের মধ্যে পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী মঙ্গলবার বিকেলে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা পর্যায়ের জেলা চ্যাম্পিয়ন দল দু’টি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এরআগে জেলার সাতটি উপজেলা এবং একটি পৌরসভা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় বালক ও বালিকা-উভয়ক্ষেত্রে নলডাঙ্গা উপজেলা দলকে পরাজিত করে নাটোর পৌরসভা দল বিজয়ী হয়ম।