ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবশেষে নেজাপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সমাজ সেবক এনামুল হক। অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে নেজামপুর আলিম মাদ্রাসার সভাপতি হিসাবে এনামুল হকের নাম গেজেট আকারে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ঢাকা।
গত ১২ জুন বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ঢাকার উপ রেজিস্টার (প্রশাসন) স্বাক্ষরিত পত্রে নেজামপুর আলিম মাদ্রাসার সভাপতি হিসাবে আগামি ২বছরের জন্য এনামুল হক কে দায়িত্ব প্রদান করা হয়।
নেজাপুর ইউপির বিশিষ্ঠ সমাজ সেবক ও বিএনপি দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সুনামের সহিত বিগত দিনে নেজাপুর উচ্চ বিদ্যালয়ে ১২ বছর সভাপতি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
এলাকাবাসীর দাবি এনামুল হকের হাত ধরে নেজাপুর আলিম মাদ্রাসার উন্নয়নে আবারো ছোঁয়া লাগবে।
নেজামপুর আলিম মাদ্রাসার সভাপতি হিসাবে এনামুল হক জানান,আমি অবহেলিত নেজামপুর মাদ্রাসার সভাপতি হিসাবে উক্ত মাদ্রাসার উন্নয়নে বদ্ধপরিকর থাকবো।
উল্লেখ্য, নেজাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব আলম প্রায় চার মাস পূর্বে পছন্দের প্রার্থী হিসাবে গোপনে নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আমিনুল ইসলামসহ ৩জনের নাম বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে পাঠায় সভাপতির জন্য। কিন্তু পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা কমিটি গঠনে অধ্যক্ষের স্বেচ্ছারিতা বিষয়ে একাধিক প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করেন