ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জুন) উপজেলা পরিষদ ফুটবল মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন. উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান।
উদ্বোধনীতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলী, শাহিনুল ইসলাম, দ্বীজেন্দ্রনাথ সরকার প্রমুখ।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, বিভিন্ন ফলদ ও বনজ গাছ চারার ২৮ টি স্টল বসানো হয়েছে।