ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার খালিদ সাইফুল্লাহ, সহকারী কমিশনার ভূমি রাশেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীগণ প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫-১৯ শে জুন পর্যন্ত, (ছুটির দিন ব্যতীত) চলমান থাকবে।
কাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সের শিশুদের কে নীল রঙের ১ (এক)টি ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল রঙের ১(এক) টি ক্যাপসুল খাওয়ানো হবে ।