ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রউফ মিয়া জেমস (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও বিবি আয়েশা(রা:) কে নিয়ে কুরুচীপূর্ণ কবিতা লিখে ধর্মীয় অনুভূতিতে আঘাতহানার অভিযোগে শুক্রবার তার বিরুদ্ধে থানায় মামালা দায়ের করেন কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম।
এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আব্দুল রউফ জেমস বগুড়ার শিবগঞ্জ উপজেলার নান্দুরা গ্রামের চান মিয়ার ছেলে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, সহকারী অধ্যাপক আব্দুর রউফ মিয়া হযরত মুহাম্মদ (সা:) ও বিবি আয়েশা (রা:)কে নিয়ে গত ১৩ জুন একটি কুরুচীপূর্ণ কবিতা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে। ওই কবিতা ছড়িয়ে পরলে অত্র কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, এলাকার সাধারণ লোকজন ও অভিভাবকদের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি ওই কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম ও শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।
এর প্রেক্ষিতে অত্র কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন অভিযুক্ত অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশ দিলে বৃহস্পতিবার বিকেলে আব্দুর রউফ মিয়াকে নোটিশ জারি করে। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতহানাসহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগে ওই কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে আব্দুর রউফ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।