ধূমকেতু প্রতিবেদক, পোরশা : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁর পোরশায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৫ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। এতে নেতৃত্বদেন নবাগত ইউএনও সালমা আক্তার।
এতে সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, অফিসার ইনচার্জ জহুরুল হক, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ কর্মরর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা নিতপুর দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। এতে নেতৃত্বদেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আবু হাফিজসহ স্থানীয় আওয়ামী লীগ নেততৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
এছাড়াও থানা অফিসার ইনচার্জ জহুরুল হকের নেতৃত্বে থানা চত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।