ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : নব নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সুজানগর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার রাতে স্থানীয় মানিকদীর ঈদগাহ মাঠ চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সুজানগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আফসার আলীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ নেতা রাকিব হাসান শাহীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত নব নির্বাচিত সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।