ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ১৩, ১৪ ও ১৫ ব্যাচের ১৫০ জনের মাঝে ১৭ লাখ ৬৯ হাজার ২শত টকার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।
আরও উপস্থিত ছিলেন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্য শাহ্ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।