ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮৩ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকাল ৯ টায় আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের পত্নীতলা উপজেলা শাখা ও নজিপুর পৌর শাখার যৌথ আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা, মরহুম আব্দুল জলিলের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, সকল শহীদের আত্মার শান্তি কামনা করে এক (১) মিনিট নীরবতা পালন, দোয়া মোনাজাত, কেক কেটে এবং একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গৌতম ঘোষের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবু হানিফ রোমন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী (বাবু), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন চৌধুরী ও আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (অরুণ)।
আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জিন্না ঝরনা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, পৌর আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহ্বায়ক নয়ন কুমার দেবনাথ, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা, যুব মহিলালীগ নেত্রী সালমা আক্তার সুমি।
এছাড়াও পৌর ছাত্র লীগের সভাপতি ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ, আসাদুজ্জামান রানা, আবু হোসেন রাখা, রেদোয়ান হোসেন রিয়াদ, নয়ন হোসেন, শ্রী মমতা রানী, সাথী বেগমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।