ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় কৃষকের গোয়ালঘরের পেছনে সিঁদ কেটে একজোড়া গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের নাম গোলাম মোস্তফা। তিনি বড়বেলালদহ গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী কৃষক গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর গোয়ালঘরে গরুজোড়া তুলে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। ভোর সকালে গরু বের করতে গিয়ে দেখেন গোয়ালে গরু নেই। এসময় তিনি লক্ষ্য করেন গোয়ালঘরের পেছনে বিশাল আকৃতির একটি সিঁদ কাটা রয়েছে।
কৃষক গোলাম মোস্তফা আরও বলেন, চোরেরা সিঁদ কেটে ওই পথে গরুগুলো বের করে নিয়ে গেছে। চুরি যাওয়া গরুর মূল্য এক লাখ টাকা বেশী হবে বলেও দাবী করেন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি অবহিত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া গরু দুটি উদ্ধারের চেষ্টা চলছে।