ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে বাঁশ ঝাড় থেকে ছলেজান বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বৃদ্ধা ছলেজান বুধবার সকালে নিখোঁজ হয়। সে উপজেলার জগদিসপুর গ্রামের মৃত তাহের আলীর কন্যা।
ছলেজান বেওয়ার নাতি সুজন আলী বলেন, বুধবার সকালে তার নানী খাবার খেয়ে ছাগলের জন্য পাতা কাটতে বাড়ী থেকে বের হয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজা-খুজি করেও তাকে পাওয়া যায়নি। এর পর বৃহস্পতিবার বেলা অনুমান সাড়ে ১১টা নাগাদ প্রদিবেশির লোকজন বাড়ীর অদুরে বাঁশ ঝাড়ের মধ্যে লাশ পরে থাকতে দেখে। পরে থানাপুলিশে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেননি তিনি।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এর সঠিক কারন জানতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।