ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন গ্রামে অজ্ঞাত রোগে প্রায় ৫০টি গরু মারার খবর পাওয়া গেছে।
প্রতিদিন বেড়েই চলছে আক্রান্ত গরুর সংখ্যা। এতে আতঙ্কিত হয়ে অনেক কৃষক ও খামারি গরু বিক্রি করে দিচ্ছেন। পোষা গরুর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন গ্রামের সাধারণ কৃষক ও খামারিরা।
স্থানীয় কৃষক ও খামারিদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করে গরুর মুখ দিয়ে লালা ঝরা শুরু হচ্ছে। গরু খাওয়া বন্ধ করে দিচ্ছে। এক দুই দিনের মধ্যেই গরুগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ছে। পশু চিকিৎসকরা ওষুধ ও ইনজেকশন দিলেও তা কোন কাজে আসছেনা।
উপজেলার হাটুয়া আলাইপুর গ্রামের কৃষক নুপুর সরকার বলেন, হঠাৎ আমার একটা বকনা গরুর খওয়া দাওয়া ছেড়ে দেয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো। একদিন পরে গরু মেরে গেল। পারে আরও একটি গরু মেরে যায়। এতে আমার প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার মতো ক্ষতি হছে। ভয়ে আর একটা গরু বিক্রি করে দিছি। আমাদের দুই পারায় ১২-১৩ টি গরু মেরে গেছে।
ওই গ্রামের আরেক কৃষক ফটিক চন্দ্র সরকার জানান, তারও আড়াই লাখ টাকা দামের একটি গরু মারা গেছে। তিনি আরও বলেন, গরুর মুখে অল্প কিছু লালা দেখা গেল। খারা হয়ে থাকা গরু পারে মরে গেল।
বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। আমাদের বগুড়া অফিস থেকে চিকিৎসক গিয়ে নন্দীগ্রামের রোগাক্রান্ত পশুগুলো দেখে এসেছে। পরীক্ষার মাধ্যমে জানা যবে ওই রোগ সম্পর্কে।