IMG-LOGO

শনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘জনজীবন স্বাভাবিক হলে কারফিউ থাকবেনা’দামকুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১পাবনায় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার ৩ আসামী গ্রেপ্তারফ্রান্সে রেল নেটওয়ার্কে দফায় দফায় হামলারাজশাহীতে আরএমপি পুলিশের অভিযানে আটক ৩৭‘সহিংসতায় আহতরা যে দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার’দুই পুলিশকে হত্যা, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৬ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতারের দাবি হামাসেরজনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতারুখতে আমরা মাঠে ছিলাম, আছি : মেয়র লিটন‘তারেক রহমানের নির্দেশে হামলা হয়েছে’‘অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন’মোহনপুরে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার‘দায় থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক তদন্ত চাইছে বিএনপি’পোরশায় অবৈধ রিং ও সুতিজাল পুড়িয়ে বিনষ্টপ্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা প্রতিবেদন, ক্ষমা চাইল ভারতীয় সংবাদমাধ্যম
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় ঘর পাচ্ছে আরও ১৪৬ পরিবার

পত্নীতলায় ঘর পাচ্ছে আরও ১৪৬ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে নওগাঁর পত্নীতলায় ১৪৬টি গৃহহীন পরিবারের মুখে হাঁসি ফুটতে যাচ্ছে। সেই সাথে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে পত্নীতলা উপজেলা। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারকে এসব ঘর করে দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ৩ টায় উপজেলা সভাকক্ষে এসব ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ইউএনও রুমানা আফরোজ এ তথ্য জানান।

ইউএনও বলেন, উপজেলায় ১ম পর্যায়ে ১১৪টি, ২য় পর্যায়ে ১১৭ টি ও ৩য় পর্যায়ের ৮১ টি মোট ৩১২ এবং সিধাতৈল গুচ্ছ গ্রাম প্রকল্পে ৫০ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় চতুর্থ পর্যায়ে ১৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। সেই সাথে পত্নীতলা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

৫টি ইউনিয়নের ৬টি ক্লাসটারে, নজিপুরে ১১৮টি, পত্নীতলা ১৬টি, নির্মইল ২৭টি, শিহাড়া ৫৩টি, ঘোষনগর ৬টি, পত্নীতলা কল্যানপুরে ৩৩টি, মোট ১৪৬ টি।

মোট ৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে ৪৫৮ জনকে পুনর্বাসন করা হয় বাকী থাকে ৯৮ টি পরিবার। ইতোমধ্যে ৩১২ পরিবার পুনর্বাসিত হয়েছিল তার মধ্যে ৯৮ টি ঘর ফাঁকা সেখানে কেউ বসবাস করে না তাই তাদের বরাদ্দ বাতিল করে ৯৮ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয় ফলে এ উপজেলায় আর কেউ ভূমিহীন ও গৃহহীন থাকলো না।

প্রধানমন্ত্রী কর্তৃক সারা দেশে ৩৯ হাজার ৩৬৫ ভৃমিহীন ও গৃহহীন পরিবারকে খাস জমি ও ঘর দেয় হবে। সারাদেশে ৭ টি উপজেলা এবং ১৫৯ টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে। আগামী ২২ মার্চ বুধবার সকাল ৯টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় পত্নীতলাতেও এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এসব ঘর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news