ধূমকেতু প্রতিবেদক, পোরশা : চার বছর মেয়াদ পূর্তিতে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও সালমা আক্তার।
রোববার (৭ মে) দুপুরে তার কার্যালয়ে চেয়ারম্যান দ্বয়কে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় তিনি আগামীতে তারা জনগণ ও উপজেলার উন্নয়নে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী স্থানীয় প্রশাসন ও উপজেলা বাসীর নিকট দোয়া এবং সহযোগীতা কামনা করেন।
অপরদিকে একই সময় ইউএনও সালমা আক্তার উপজেলা পরিষদের ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে এক সেট করে পোষাক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম প্রমুখ।