মান্দায় বিএমডিএর প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) মান্দা জোনের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনের বিরুদ্ধে সেচযন্ত্রের লাইসেন্স প্রদানে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ঘটনায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএমডিএর নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বঞ্চিত এক কৃষক।
ভুক্তভোগী কৃষকের নাম খাইরুল ইসলাম। তিনি উপজেলার ভালাইন ইউনিয়নের চকজামদই গ্রামের খয়বর আলীর ছেলে। অসত্য তথ্য উপস্থাপন করায় গত ২২ মে অনুষ্ঠিত উপজেলা সেচ কমিটির সভায় তার আবেদনটি বাতিল হয়ে যায়।
কৃষক খাইরুল ইসলাম বলেন, ‘চকজামদই মৌজায় আমার ১৫-১৬ বিঘা ধানী জমি রয়েছে। আশপাশে বিএমডির গভীর নলকূপ না থাকায় আমন ও বোরো দুই মৌসুমেই সেচ সংকটে পড়তে হয়। পানির অভাবে জমিগুলোতে ধানের উৎপাদন ভালো হয় না। এ অবস্থায় একটি অগভীর নলকূপের জন্য বিএমডিএর সহকারী প্রকৌশলীর কাছে আবেদন করেছিলাম।’
খাইরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার আবেদনটি সেচ কমিটিতে অনুমোদনের জন্য বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন মোটা অংকের টাকা দাবি করেন। তার দাবি করা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমার আবেদনের মাঠ জরিপ না করেই সেচ কমিটিতে অসত্য তথ্য উপস্থাপন করা হয়। এতে আমার আবেদনটি বাতিল হয়ে যায়। অনুমোদন হওয়া এক কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও আমার কাছে আছে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অগভীর নলক‚প স্থাপনের জন্য ৫০টিরও বেশি আবেদন পড়ে বিএমডির মান্দা অফিসে। অভিযোগ উঠেছে এসব আবেদনের কোনো মাঠ জরিপ না করা হয়নি। যেসব কৃষকেরা তাকে মোটা অংকের অর্থ দিয়েছেন সেচনীতিমালা পরিপন্থী হলেও সেগুলোর পজিটিভ রিপোর্ট দিয়ে সেচ কমিটির সভায় অনুমোদন করিয়ে নেওয়া হয়। গত ২২মে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় ২২টি সেচ লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়।
অভিযোগ প্রসঙ্গে বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, প্রত্যেকটি আবেদনের মাঠ জরিপ সঠিকভাবে করা হয়েছে। এখানে কোনো অনিয়ম করা হয়নি। অর্থ বাণিজ্যের অভিযোগটি ভিত্তিহীন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।