ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৩০ জুলাই) সকালে সারাদেশে যে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি।
প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম, পুলিশ সুপার ছাইদুল হাসান।
আরও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনীতিবিদ, সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম এবং সুশীল সমাজের প্রতিনিধিরাসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৫ম পর্যায়ে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।