ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের ধৃত আসামী হেলাল উদ্দিন কাটুর পরিত্যাক্ত পোল্ট্রি দোকান ঘরে এবং জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের দিহির মাঠ গ্রামের নুরুল মেম্বারের বাড়ীর পূর্ব দিক থেকে পৃথক ২টি অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীর ২টি সংঘবদ্ধ সিন্ডিকেটকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা গ্রামের মৃত মঞ্জুর আলী ও হেনা বেগমের ছেলে হেলাল উদ্দিন কাটু (৩৫), একই গ্রামের মৃত মকবুল হোসেন ও মৃত জরিনা বেগমের ছেলে নুহু (৩৫), হরিনগর গ্রামের মৃত মনিরুল ইসলাম ও পিয়ারা বেগমের ছেলে আবুল খায়ের মীম (৩৫) এবং জেলা সদরের মহারাজপুর চৌধুরী টোলা গ্রামের মৃত আসাদ মন্ডল, মাতা- মৃত ছকিনা বেগমের নাসির (৪৯) (মূলহোতা), রামচন্দ্রপুর হাট ম্যালকার পাড়া গ্রামের মৃত ইউসুফ ও মিনুয়ারা বেগমের ছেলে মতিন (৩৭), রামচন্দ্রপুর হাট পুরান পাড়া গ্রামের মৃত বিশু মন্ডল ও শাহজাদী বেগমের ছেলে নাসরুল (৩৮), কৃষ্ণগোবিন্দপুর কামার পাড়া গ্রামের মৃত মঞ্জুর আলী ও হামেশা খাতুনের ছেলে আনোয়ারুল ইসলাম (৪৩)।

র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে র্যাব-৫ এর একটি অপারেশন দল ২০ আগস্ট ২০২৩ ইং তারিখ রাত ১০টা ও সাড়ে ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের পরি মাকের্টের (মাছ পট্টির উত্তরে) আশা জুয়েলার্সের সামনে ধৃত আসামী হেলাল উদ্দিন কাটুর পরিত্যাক্ত পোল্ট্রি দোকান ঘরে এবং জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের দিহির মাঠ গ্রামের নুরুল মেম্বারের বাড়ীর পূর্ব পার্শে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের অপরাধে আসামী হেলাল উদ্দিন কাটু (৩৫), পিতা- মৃত মঞ্জুর আলী, মাতা- হেনা বেগম, নুহু (৩৫), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- মৃত জরিনা বেগম, উভয় গ্রাম-ঢোরবোনা, আবুল খায়ের মীম (৩৫), পিতা-মৃত মনিরুল ইসলাম, মাতা- পিয়ারা বেগম, গ্রাম- হরিনগর, সর্ব থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদেরকে ১০ (দশ) পুড়িয়া গাঁজা,২টি গ্যাস লাইটার, ১টি গাঁজা সেবনের কল্কিসহ এবং মোঃ নাসির (৪৯) (মূলহোতা), পিতা- মৃত আসাদ মন্ডল, মাতা-মৃত ছকিনা বেগম, গ্রাম- মহারাজপুর চৌধুরী টোলা, মতিন (৩৭), পিতা-মৃত ইউসুফ, মাতা- মিনুয়ারা বেগম, গ্রাম- রামচন্দ্রপুর হাট ম্যালবার পাড়া, নাসরুল (৩৮), পিতা-মৃত বিশু মন্ডল, মাতা- শাহজাদী বেগম, গ্রাম- রামচন্দ্রপুর হাট পুরান পাড়া, আনোয়ারুল ইসলাম (৪৩), পিতা- মৃত মঞ্জুর আলী, মাতা- হামেশা খাতুন, গ্রাম- কৃষ্ণগোবিন্দপুর কামার পাড়া, সর্ব থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জদেরকে ৮ পুড়িয়া হেরোইন ১টি গ্যাস লাইটার, ২টি হেরোইন সেবনের আংতাসহ গ্রেপ্তার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।