ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মারধর করে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিশইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত জাবেদ আলী (৪২) উপজেলার কোঁচড়া গ্রামের আকবর আলীর ছেলে। তিনি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা পদে কর্মরত আছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জাবেদ আলীর শ্বশুর শিশইল গ্রামের আবুল কাসেম রতন বলেন, ‘গরুর সেডের মল-মূত্র পুকুরে গিয়ে মাছ মারা যাচ্ছে এমন অভিযোগ তুলে প্রতিবেশী রাজু আহমেদ আমার কাছে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল। এনিয়ে শুক্রবার সকালে আমার জামাতা জাবেদ আলীর সঙ্গে বাগ্বিতÐায় জড়িয়ে পড়েন রাজু আহমেদ ও তার লোকজন। এক পর্যায়ের প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে জামাতা জাবেদ আলীকে মারধর করে বাম হাত ভেঙে দেয়।’
এবিষয়ে বক্তব্য জানতে প্রতিপক্ষ রাজু আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া য়ায়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’