IMG-LOGO

রবিবার, ২১শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কোটা নিয়ে আপিল শুনানি রোববার‘কেবল কোটা সংস্কারেই ফয়সালা হবে না’বেলকুচিতে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ‘শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চায় সরকার’২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিতহাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদসোহেল-নিরব-টুকুসহ বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলানন্দীগ্রামে পিইপির উদ্যোগে গাছের চারা বিতরণরাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরাঅবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করল র‌্যাবেরবোয়ালখালীতে নবাগত ইউএনও সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের মতবিনিময়শিক্ষার্থীদের সঙ্গে দুই মন্ত্রী দায়িত্বে আলোচনায় বসছে সরকার‘সরকারের নির্দেশনায় আন্দোলন দমনের চেষ্টা চলছে’পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে কোটা আন্দোলনের শিক্ষার্থীর মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পাঁচদিন ধরে নিজ দেশে ফেরার অপেক্ষায় হিলি চেকপোস্টে ভারতীয় নারী

পাঁচদিন ধরে নিজ দেশে ফেরার অপেক্ষায় হিলি চেকপোস্টে ভারতীয় নারী

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : নিজ দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের পার্শ্বে অবস্থান করছেন ওয়াজেমা বেগম (৩৮) নামে ভারতীয় নারী। তিনি গত ৫ দিন আগে মানুষের নিকট সাহায্য চাইতে চাইতে পথ ভুলে বাংলাদেশে চলে এসেছেন বলে জানান।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের পার্শ্বে বিজিবির সেলুটিং ডাইসের কাছে বসে রয়েছেন তিনি। তার বাড়ি ভারতের বালুরঘাট জেলার বৈষ্টমনগর থানার দাউনাপুর ক্যাম্প এলাকায়। ওই এলাকার মালেকুলের স্ত্রী তিনি, তার ছেলে ও মেয়ে রয়েছে বলেও জানিয়েছেন সে।

স্থানীয়রা জানান, গত ৫ দিন আগে ওই নারী হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় অজ্ঞান হয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয় কিন্তু শরীর দুর্বল থাকায় সে কোথাও যেতে পারেনি। পরে এক ব্যক্তি তার বাড়িতে রেখে তার চিকিৎসাসেবাসহ খাওয়া দাওয়া করিয়ে কিছুটা সুস্থ করে তোলে। এরপর মঙ্গলবার হিলি সীমান্তের চেকপোস্টে এসে অবস্থান নেয় ভারতে তার নিজের বাড়িতে ফেরত যাওয়ার জন্য।

ওয়াজেমা বেগম জানান, আমি অসুস্থ হওয়ায় ভারতের জংলিপুর হাসপাতালে ভর্তি ছিলাম কিন্তু টাকার অভাবে ওষুধপত্র কিনে খেতে পারছিলাম না। বাধ্য হয়ে হাসপাতাল থেকে বের হয়ে মানুষের নিকট থেকে সাহায্য চাইতে শুরু করেন। পথে ঘাটে বিভিন্ন এলাকায় সাহায্য চাইতে চাইতে সীমান্ত এলাকায় বিএসএফের নিকট সাহায্য চাইতে আসে। এর এক পর্যায়ে সে পথ ভুলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে। পাঁচ দিন ধরে এদেশে আটকে রয়েছি, কতবার যাওয়ার চেষ্টা করছি কেউ যেতে দিচ্ছে না। বাংলাদেশেকে আছে আমার, যে এখানে আমি থাকবো।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বলেন, আমাকে ওই নারীর বিষয়টি কেউ জানায়নি, আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। তবে এ বিষয়ে কি করা যায় বিষয়টি দেখছি বলে তিনি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news