ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে নানা আয়োজনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় শহরের চিনিকল সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য ফসল আলীম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব প্রমুখ।

পরে চিনিকল গেট থেকে আরও একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সংসদের সদস্য শাহ কামাল রাসেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার রওশন সুমন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী আসলাম ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সাধারণ আশফাকুর রহমান পাপন প্রমুখ।