ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রংপুরের তারাগঞ্জে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে তারাগঞ্জ ইসকন মন্দিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর-২ তারাগঞ্জ বদরগঞ্জ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক।
বিশেষ অতিথি ছিলেন, তারাগঞ্জ থানার ও সি মোস্তাফিজার রহমানসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠন ও মন্দিরের নেতৃবৃন্দ।
এরপর ইসকন মন্দির থেকে বিকাল সাড়ে পাঁচটায় একটি মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে সংসদ সদস্য ও তারাগঞ্জ থানার ওসি সহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন শ্রেনী পেশার শতশত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।