মান্দায় নয়া ডিসির মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও নিকাহ্ রেজিস্টারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।

এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল ও আনিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মাহফুজুর রহমান উজ্জল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন প্রমুখ।

Scroll to Top