ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড নৌকা চত্বরে উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফ জি)এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান।
আরও উপস্থিত ছিলেন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সামসুর রহমান চৌধুরী বুলবুল, পৌর কাউন্সিলর ফারহানা বেগম, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, পুরোহিত শ্রী জীবন চক্রবর্তী, সাংবাদিক পরেশ টুডু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পত্নীতলা সমন্বয়কারী হামিদুল ইসলাসহ স্থানীয় সুধীজন প্রমুখ।