ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে জাতীয় জন্ম এবং মৃত্যু নিবন্ধণ দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ অক্টোবর শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তালুকদার, বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার, ইউনিয়ন পরিষদ সচিব স্বপন কুমার ওঝা।
এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিব ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।