গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের মাড়াই মৌসুমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ৯১তম মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর ২০২৩) বিকেলে মিলের ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলমের সভাপতিত্বে অননুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএসআরআই মহাপরিচালক ডঃ ওমর আলী, নাটোর জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম, বিএসএফআইসির সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার।
মিলের সিপিও গোলাম রব্বানী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিলের সিবিএ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, বিশিষ্ট আখ চাষি হাসান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার ভূমি আরাফাত আল আজিজ গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ।