ধূমকেতু প্রতিবেদক : আল হিকমা মুসলিম অ্যাকাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদক, মঞ্চ-বেতার-টেলিভিশন অভিনেতা কবি হৃদয় রনির মা আয়েশা আক্তার বানুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) নগরীর সিঅ্যান্ডবি মোড়ে মঞ্চকথা কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মঞ্চকথা থিয়েটারের সভাপতি আবদুস সালাম খানের সভাপতিত্বে আয়েশা আক্তার বানুর জীবনী নিয়ে আলোচনা করেন মঞ্চকথা থিয়েটারের উপদেষ্টা ও দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, সহ সভাপতি নাজ সরকার, ডা আতিকুল্লাহ হাফিজ জিলানী, মমিনুল ইসলাম বজলু, শংকর কুমার ধর, রকি রাজ, মুসফেকা নুর প্রমুখ।
সভায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।#