ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় রোববার সকাল ১১ টায় করোনার টিকা দানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উৎসবমুখর পরিবেশে সম্মুখ সারির যোদ্ধাদের টিকা নেওয়ার মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
রোববার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফিতা কেটে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার। এসময় কর্মসূচীতে প্রথমে টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার এরপর পর্যায় ক্রমে এরপর পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, ডা. খালিদ সাইফুল্লাহ, আরএমও ডা. দেবাশীষ রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান , কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, নির্বাচন অফিসার জাহিদুর রহমান জাহিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, এস আই জিল্লুর রহমানসহ বিভিন্ন অফিস কর্মকর্তা টিকা গ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন জানান প্রথম দিনে ৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে আগামীকাল ২০১ জনকে ম্যাসেজ দেওয়া হয়েছে, প্রথম ধাপে ৭৪৯ টি ভায়াল এসেছে ১টি ভায়ালে ১০ জনকে টিকা দেওয়া যাবে অর্থাৎ প্রথম ধাপে ৭হাজার ৪৯০ জন টিকা দেওয়া হবে। সপ্তাহে দু দিন চলবে একর্মসূচী।
ইউএনও লিটন সরকার জানান টিকা গ্রহণের পর কোন হয়নি, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন, তিনি সবাই কে টিকা গ্রহণ করতে বলেছেন।