ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবুকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নাটোরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম ফারুক এর আদালত এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বাড়ি দেওয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছে থেকে অর্থ নেন চেয়ারম্যান শওকত রানা লাবু।
২০১৭-১৮ অর্থবছরের ওই প্রকল্পে জালাল উদ্দিনসহ তিনজনের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেন চেয়ারম্যান। কিন্তু টাকা নিলেও বাড়ি না পাওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১৭ সালের ১০ নভেম্বর জালাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করলে এতোদিন পর্যন্ত উচ্চ আদালতের জামিনে ছিলেন চেয়ারম্যান শওকত রানা লাবু।
উচ্চ আদালতের জামিন শেষ হলে সোমবার আদালতে এসে নতুন করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।