ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বিয়ের মাইক্রো-চার্জার ভ্যান সংঘর্ষে খাই মালা ওরফে লুৎফন নেছা (৬৩) নামে চার্জার ভ্যান যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন মাইক্রো চালক।
রোববার সন্ধা ৬টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত খই মালা ওরফে লুৎফুন নেছা (৬৩) উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী। আহত মাইক্রো চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহত লুৎফুন নেছা চার্জার ভ্যান যোগে বয়স্কভাতা করার জন্য ইউনিয়ন পরিষদ গিয়ে সেখান থেকে নিজ বাড়ীতে ফেরা পথে ঘটনাস্থলে বিয়ের মাইক্রোর সাথে সংর্ঘষ ঘটে। এতে মারাত্মক আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ বিষয়ে থানায় কোন মামলা দায়ের হয়নি।