ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গ্রামীণ ট্রাভেলস্’র চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার ও বায়ু থেকে অক্সিজেন উৎপাদনের ৫টি মেশিন প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে হাসপাতাল কনফারেন্স রুমে ব্যক্তি উদ্যোগে এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও গ্রামীণ ট্রাভেলস চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান।
তিনি বলেন, করোনা আক্রান্তরা যাতে অক্সিজেন ঘাটতি অনুভব না করে তার জন্য হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। করোনা রোগীদের জীবন বাঁচাতে প্রতিষ্ঠানটি তাদের তরল অক্সিজেন হাসপাতালে দিতে পারায় আরো দায়িত্ব বেড়ে গেল। এই মানবিক সংকটে জেলার আক্রান্ত ব্যক্তিদের পাশে সর্বদা থাকতে আমার এ প্রয়াস অব্যাহত থাকবে। জেলায় যেকোনো দূর্যোগময় পরিস্থিতিতে সহযোগিতা করতে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এভাবে মানুষের প্রয়োজনে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনিমুল হক, রোগনিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. নাহিদ ইসলাম মুন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা, সাইফ জামান আনন্দ, গ্রামীণ ট্রাভেলসের ব্যবস্থাপক আব্দুল জলিল মাসুদ প্রমূখ।
এসময় করোনা রোগিদের আরও কিছু প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দেয়ার জন্য অনুষ্ঠানে অনুরোধ করা হলে গ্রামীণ ট্রাভেলস চেয়ারম্যান তা দ্রুত দেয়ার আশ্বাস প্রদান করেন।